কুড়িগ্রামে পৃথক পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি ঘিরে র্যালি ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা ও উপজেলার বিএনপি’র বিভিন্ন অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ। দিবসটি উপলক্ষে সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে আসা উৎসুক জনতা ও উপজেলা-জেলা বিএনপিসহ অনান্য অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী র্যালিতে অংশগ্রহণ করে। এ সময় বিভিন্ন গ্রুপের নেতা-কর্মীদের উপস্থিতিতে মিছিল ও সমাবেশে জনসমুদ্র পরিণত হয় কুড়িগ্রাম পৌর শহর।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিনব্যাপী নানান আয়োজনে পৃথক পৃথকভাবে এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেন নেতাকর্মীরা।
পৃথক পৃথকভাবে সমাবেশে মধ্যে দুপুর ১২ টায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কুড়িগ্রাম কলেজ মোড়ে সমাবেশে মিলিত হয়।এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সদ্য বিলুপ্ত কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।
তিনি তার বক্তব্যে বলেন-নেতৃত্বের বিকাশ সাধন করতে হবে। যার যেমন যোগ্যতা আছে তাকে সেখানেই নেতৃত্ব দিতে হবে। কিন্তু একটি মহল নেতৃত্ব হওয়ার সুযোগ থেকে অনেককে বঞ্চিত করেছে। আমরা তাদেরকে আর সেই সুযোগ দিব না।
তিনি আরও বলেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। দেশের সকল অভাবনীয় উন্নয়নের রূপকার ছিলেন তিনি। তার উন্নয়নের কথা বলে শেষ করার মতো নয়। আর আওয়ামীলীগ স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়ে বার বার দেশ ধ্বংস করেছে। জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি আবারো দেশ পুর্নগঠনে কাজ করবে-ইনশাল্লাহ। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
এতে অন্যানন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ আজিজুল হক,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু হানিফ বিপ্লব প্রমুখ।
অপরদিকে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি তাসভীরুল ইসলাম সমর্থিত গ্রুপের আরও একটি র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।পৌর শহরের দাদামোড় থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড় নতুন পোস্ট অফিসের সামনে সমাবেশ করেন তারা। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সদ্য বিলুপ্ত কমিটির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও একই দিনে বিকেলে সদর উপজেলার হোলোখানা ইউনিয়নে আরও একটি র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হলোখানা ইউনিয়ন হাই স্কুল মাঠ থেকে র্যালি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে আবারও হাই স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোঃ উমর ফারুক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবার রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:২৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি