কুড়িগ্রামে পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল, ইস্কাফ ইয়াবা ও হিরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার হয়েছে। শুক্রবার ২২ ডিসেম্বর দুপুরে পুলিশ গ্রেফতারকৃত ওই ৪ মাদক চোরাকারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেছে।
জেলা পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতীন্দ্র নারায়ন গ্রামের কুখ্যাত মাদক কারবারি কোবেদ আলী (৪২) ও আশরাফুল (১৯) এর বাড়ীতে অভিযান চালান। এ সময় তাদের বসতবাড়ির গোয়াল ঘরে গরুর পানি খাওয়া চারির ভেতর থেকে ১১৪ বোতল ইস্কাফ ও ২১ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার।
এদিকে ভূরুঙ্গামারী থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আন্ধারীঝার এলাকা থেকে ওয়ারেন্ট ভূক্ত আসামী ও কুখ্যাত মাদক কারবারি রুবেল হোসেন (২৮) কে ১৪ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাজাঁসহ গ্রেফতার করে।
অন্যদিকে একই দিনে কুড়িগ্রাম সদর থানার পুলিশ পৌর এলাকা থেকে কুড়িগ্রাম সদরের পলাশবাড়ী পাঠানপাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি মঞ্জুর হোসেন পিন্টু (২৫)কে ০৩.১০ গ্রাম হিরোইনসহ হাতেনাতে গ্রেফতার করে।
এ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলের পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।