কুড়িগ্রামে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার সকাল সারে ১১ টায় পুরাতন পোষ্ট হয় অফিস পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ।
পরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জহুরুল আলমের সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম তারার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি সাইফুর রহমান রানা, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, যুগ্ম সম্পাদক ব্যারিষ্টার রবিউল আলম সৈকত প্রমুখ ।
বক্তারা বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন । সেইসাথে নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহবান জানান।
উল্লেখ্য কুড়িগ্রাম জেলা বিএনপির দীর্ঘদিনের কোন্দোলের কারণে গত অক্টোবর মাসের ৬ তারিখে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে কুড়িগ্রাম জেলা বিএনপি কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত জেলা কমিটির নেতারা নিজেদের জানান দিতে তাদের অনুসারীদের নিয়ে আলাদা-আলাদা কর্মসূচি পালন করছে।
তারই অংশ হিসেবে গত ৭ নভেম্বর বিএনপির ৩ টি গ্রুপ, বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচী পালন করে আলাদা ভাবে। সংঘাত এড়াতে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে গ্রুপটি আজ শুক্রবার ব্যাপক শোডাউনের মাধ্যমে কর্মসূচি পালন করে।
আজ ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২৬ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি