কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম নামে কথিত দুই সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।
এর আগে বুধবার রাতে কুড়িগ্রাম সদর ও মোগলবাসা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ২২ জানুয়ারী ধরলা নদীর তীর রক্ষা বাধের নির্মান কাজের এস কে এমদাদুল হক আল মামুন ঠিকাদারী প্রতিষ্ঠানে ওই দুইজন সাংবাদিক পরিচয়ে সাব ঠিকাদার জাহিদুল ইসলামের নিকট এক লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আটককৃত দুই সাংবাদিক সাব ঠিকাদার জাহিদুল ইসলামকে মারধর করে তার নিকট থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় জাহিদুল ইসলাম ৩০ জানুয়ারী সদর থানায় ছিনতাই ও চাঁদাবাজি মামলা দায়ের করে। পরে পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে দুই সাংবাদিককে গ্রেফতার করে সকালে তাদের জেল হাজতে প্রেরন করে। তারা দুজন সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজী করে আসছিল।
ওসি মাসুদুর রহমান জানান, আটক দুইজনকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৩৪ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি