কুড়িগ্রামে ভারতের কলকাতা থেকে আসা তেলের পাইপবাহী তিনটি জাহাজ চিলমারী নৌবন্দরে পৌঁছেছে। এর পর কাস্টমস ক্লিয়ারেন্স নিয়ে আবারও জাহাজ তিনটি ভারতের আসামের উদ্দেশ্য রওনা করবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বুধবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে জাহাজ তিনটি চিলমারীর নৌবন্দরে পৌঁছায়। এর পর কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করতে থাকে। পরে সন্ধ্যা নাগাদ কাস্টমস ক্লিয়ারেন্স পায়। কাস্টমস ক্লিয়ারেন্স পেলেও রাতে জাহাজ তিনটি নৌবন্দরে অবস্থান করছে বলে জানা গেছে। বৃহস্পতিবার যেকোনো সময় জাহাজ তিনটি ভারতের আসামের উদ্দেশ্যে যাত্রা করবে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাস্টমস কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব না হলেও কাস্টমস অফিস সুত্র জানায়, জাহাজ তিনটিতে তেলের পাইপ থাকায় ক্লিয়ারেন্স দেয়া হয়েছে। এসময় ব্রহ্মপুত্র নদে পানি বেশি থাকায় এই রুট ব্যবহার করে জাহাজ তিনটি কলকাতা থেকে আসামে যাবে। অন্য সময় নদীতে নাব্যতা সংকটে বড় জাহাজ না ভিড়লেও এখন পানি বারার কারণে বড় জাহাজ নৌবন্দরে ভিড়ছে।
চিলমারী নৌবন্দরের প্রধান পাইলট মোঃ মাহবুব মিয়া জানান, বুধবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে ভারতের কলকাতা থেকে তেলের পাইপবাহী তিনটি জাহাজ চিলমারী নৌবন্দরে পৌঁছে। কাস্টমস ক্লিয়ারেন্স শেষ হলেই আমার কাছে পাইলট নিয়ে জাহাজ তিনটি বৃহস্পতিবার যেকোনো সময় চলে যেতে পারে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি