বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট আসিকুর রহমান আসিক কে গত রবিবার বিকাল ৫.৩০ ঘটিকায় গ্রেফতার শহরের কাঠালতলী থেকে গ্রেফতার করে সদর পুলিশ। মাদক হিসেবে কিছুদিন আগে বগুড়ার লোকজনের উদ্বেগের প্রধান কারণ ছিল ফেনসিডিল। এখন ইয়াবার ভয়ংকর ব্যাপকতা হার মানিয়েছে ফেনসিডিলসহ অন্য সব মাদককে। দেশে যখন ইয়াবা আসক্তিতে তরুন সমাজ ধ্বংসের দিকে, আর তখনই বগুড়ায় মাদক অভিযানে কঠোর আবস্থানে প্রশাসন। শহরের আনাচে কানাচে গোপন ও প্রকাশ্য অভিযান চালিয়ে আটক করছে মাদক ব্যবসায়ীদের। তারই ধারাবাহিকতায় কুখ্যাত এই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে ইয়াবা সহ আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক সম্রাট আসিকুর রহমান(২২) শহরের ওয়াবদা গেটের পার্শ্বে পুরান বগুড়া এলাকার মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন ও মনি বেগম এর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মাদক সম্রাট আসিক ও তার বাবা-মা দীর্ঘদিন যাবৎ বগুড়া জেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসিকুরকে গ্রেফতার করা হয়। আসিকুরের বাবা ও মা উভয়ে মাদক ব্যবসায় জড়িত ও একাধিক মাদক মামলার আসামি।
তিনি আরও জানান,আসিকুর ইয়াবাগুলো বিক্রির জন্য কাঁঠালতলা বাজারে এনেছিলেন। এসময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসিকুরের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।