তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা থেকে মামনি বাউড়ি সোনিয়া (১৩) নামের এক কিশোরী নিখোঁজের ১৩ ঘন্টার ব্যবধানে উদ্ধার নিখোঁজ হওয়ার অভিযোগ জানা গেছে।
গত শনিবার (১১ ডিসেম্বর) হঠাৎ করে বেড়াতে আসা এক অনুষ্ঠান থেকে নিখোঁজ হয় কিশোরী সোনিয়া। নিখোঁজ হওয়ার পর যে স্থানে কিশোরী সোনিয়া গৃহপরিচারিকার কাজ করতো সেই বাড়ির মালিক সুরঞ্জিত চন্দ্র দাস জানার পর অনেক খুজাখুজি করার পর কোন সুরাহা না করতে পেরে, ততক্ষনাৎ গৃহপরিচারিকা সোনিয়ার বাড়িতে খবর দেয় এবং সোনিয়ার পিতা অনিল বাউড়িকে এ বিষয় জানালে ঐসময় সোনিয়ার পিতা সরাসরি বড়লেখা থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের (জিডি) দায়ের করেন।
বড়লেখা থানা পুলিশ ঘটনা তদন্তে মাঠ পর্যায়ে নেমে পড়েন অভিযানে নিয়োজিত একটি চৌকস দল। থানা পুলিশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৩ ঘন্টার ব্যবধানে নিখোঁজ হওয়া তরুণীকে উদ্ধার করতে সক্ষম হয়।
গত রাতে ১২ ডিসেম্বর আনুমানিক ৮ ঘটিকার দিকে উদ্ধার হওয়া সোনিয়াকে তার পরিবারের নিকট বুঝিয়ে দেয়া হয়।
বড়লেখা থানা এসআই মোঃ মাসুক বড়লেখা থানা এতথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ওসি স্যারের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করে মাত্র ১৩ ঘন্টার ব্যবধানেসোনিয়াকে তার পরিবারের নিকট ফেরত দেয়া হয়।