কিশোরকন্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতায় ২০২৪ এ শাখা পর্যায়ে বিজয়ী ১০ জনকে পুরস্কার প্রদান করে কিশোরকন্ঠ পাঠক ফোরাম বগুড়া জেলা পূর্ব শাখা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৯ টায় বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার দারুস সালাম মডেল একাডেমিতে অনুষ্ঠিত হয়।
কিশোর কন্ঠ পড়বো, জীবনটাকে গড়বো” এই স্লোগান কে সামনে রেখে প্রতিষ্ঠিত হওয়া মাসিক কিশোর কন্ঠ পত্রিকার অগ্রযাত্রাকে গতিশীল করার জন্য প্রতিবছরের ন্যায় এ বছরও কিশোর কন্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় কিশোরকন্ঠ পাঠক ফোরাম বগুড়া জেলা পূর্ব শাখা থেকে প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ী ১০ জনকে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
ফোরামের পরিচালক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা মুহা. আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পূর্ব শাখার আহ্বায়ক জোবায়ের আহমেদ, সদস্য সচিব শাহরিয়ার হাসান বিপ্লব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তালিবুল হাবিব, তারেক রহমান, তৌফিক এলাহী, সাকিরুল ইসলাম প্রমুখ।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:২০ | শনিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি