স্পোর্টস ডেস্কঃ ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের বিশ্বরেকর্ড ছুঁলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। এক ক্লাবের হয়ে সবচেয়ে গোলের রেকর্ড এখন লিওনেল মেসির। গড়েছেন নতুন মাইলফলক। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে লা লিগার ম্যাচ ২-২ গোলে ড্র করে বার্সেলোনা পয়েন্ট খোয়ালেও এই মাইলফলক গড়েন লিওনেল মেসি।
গতকাল শনিবার রাতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। ম্যাচটি ২-২ গোল ড্র হয়েছে। ম্যাচের প্রথমার্ধে মেসি একটি গোল করেন। সেই গোলের সুবাদেই তিনি পেলের সঙ্গে এক আসনে বসে পড়েন। আসলে কোনও একটি ক্লাবের হয়ে সবথেকে বেশি গোল করার নিরিখে পেলেকে ধরে ফেলেন আর্জেন্টাইন তারকা।
প্রথমার্ধের অতিরিক্ত সময়সময় পেনাল্টি পায় বার্সা। মেসি শট নিলেও তা ভ্যালেন্সিয়ার গোলরক্ষক জাউমে ডমিনেখ ফিরিয়ে দেন।বার্সা ফরোয়ার্ড পেদ্রির পায়ে বল এলে তা ক্রস করতে গেলে এক পর্যায়ে মেসির কাছে আসে। এতে হেডের মাধ্যমে গোলটি তুলে নেন তিনি। এই গোলের মধ্য দিয়ে একটি ক্লাবের হয়ে ৬৪৩ গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা।
প্রসঙ্গত, ব্রাজিলিয়ান দল সান্তোসের হয়ে ১৯৫৬ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত খেলেছিলেন পেলে। দলটির জার্সিতে গোল তুলেছিলেন মোট ৬৪৩টি।
এবার দীর্ঘ ৪৬ বছর পুরোনো এই রেকর্ডে ভাগ বসালেন মেসি।এদিন ম্যাচের ৫৭তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন ডিফেন্ডার রোনাল্দ আরাওজো। যদিও ৬৯ মিনিটের মাথায় ম্যাক্সিমিলানো গোমেজ গোল তুলে সমতায় ফেরান ভ্যালেন্সিয়াকে।