ভারত ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কাশ্মীরকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) একে অপরের অবস্থানকে লক্ষ্য করে গুলি চালিয়েছে উভয় দেশের সেনাবাহিনী।
মঙ্গলবার (৯ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৬ টার থেকে গুলি চালানো শুরু হয় বলে জানা গেছে।
কর্মকর্তারা জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর শহর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সীমান্তবর্তী পুঞ্চ জেলার মানকোট সেক্টরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, আজ সকালে পাকিস্তানি সেনারা পুঞ্চের মানকোট সেক্টরে ছোট অস্ত্র ও গোলাগুলি চালিয়ে আমাদের সামনের পোস্টগুলোকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানো শুরু করে। এরপর আমাদের পক্ষ থেকে প্রতিক্রিয়া হিসেবে কিছুক্ষণ ধরে গুলি চালানো চলতে থাকে।
এ ঘটনায় এখন পর্যন্ত ভারতীয় বা পাকিস্তানি সেনাবাহিনীর কারো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র- সিনহুয়া।