আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর সেনাশিবিরে সন্ত্রাসী হামলার ঘটনায় তিন সেনাসহ ৫জন নিহত হয়েছে। মৃতদের মধ্যে দুই জঙ্গিও আছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোরে কাশ্মিরের রাজৌরির সেনাশিবিরে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়।
প্রতিবেদনে জানা যায়, দুইজন সন্ত্রাসী সেনা শিবিরে ঢুকে যায় এবং নির্বিচারে গুলি চালাতে থাকে। সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়।
পুলিশের এডিজিপি মুকেশ সিং বলেন, আজ ভোরের আগে দুই সন্ত্রাসী সেনাঘাঁটির সীমানা প্রাচীর পার হওয়ার চেষ্টা করলে দায়িত্বরত এক সেনা সদস্য তাদের দেখে গুলি চালায়। এরপরই উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।
পুলিশ জানিয়েছে, এই হামলার পেছনে লস্কর-ই-তৈয়বা গোষ্ঠী রয়েছে। জম্মুতে পুলিশ লস্করে-ই-তৈয়বার একটি ঘাঁটি ধ্বংস করেছে এর পর থেকেই তারা এমন হামলা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ২০১৬ সালে কাশ্মিরের উরিতে একই ধরনের সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৮ ভারতীয় সেনা নিহত হয়েছিল। ২০১৮ সালের পর থেকে জম্মু-কাশ্মিরের কোনো সেনাঘাঁটিতে এটিই প্রথম বড় কোনো হামলার ঘটনা ঘটল।