ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে ৪ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় মাদক বহনকারী মাদক ব্যবসায়ীরা এসব মাদকদ্রব্য ফেলে দ্রুত পালিয়ে যায়।
বুধবার (১৯ আগস্ট) বিকালে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বোতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।বোতলা সীমান্তবর্তী খামারভাতির নিকট হওয়ায় মাদকের অভঅরন্য হয়ে উঠেছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একদল সাদা পোশাকে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউপি’র বোতলা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
এসময় মাদক ব্যবসায়ী হারুন মিয়া(৪০) আ: বারেক (৪০) ও রফিকুল ইসলাম (৩৮) পাশে থাকা সতী নদী দিয়া দ্রত পালাইয়া যায়। উল্লেখ্য কুখ্যাত মাদক ব্যবসায়ী বারেকের বিরুদ্ধে কালীগঞ্জ – হাতিবান্ধা থানায় মাদকদ্রব্য আইনে বেশকয়েকটি মামলা রয়েছে যেখানে সবগুলো মামলাতেই আ: বারেক পলাতক বলে উল্লেখ রয়েছে। ধূর্ত আ: বারেককে গ্রেফতার করতে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম কাজকরে যাচ্ছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।
লালমনিরহাট ডিবি পুলিশের ওসি ( ভারপ্রাপ্ত) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় পলাতক আসামীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা হয়েছে।
এদিকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মো: সাজ্জাদ হোসেন বলেন, মাদক নির্মূলে কালীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।