ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় ফেন্সিডিলসহ মাদক কারবারীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
গোপন সংবাদ এর ভিত্তিতে ৫ জানুয়ারী সন্ধা ৭ টার সময় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ মাহামুদুন্নবী ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ কালীগঞ্জ থানাধীন ৫ নং চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী তথা চাপারহাটের পাশে অবস্থান নিয়ে সন্দেহজনক অবস্থায় একটি মোটরসাইকেল আটক করে,পরে মোটরসাইকেল চালক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত মাদক কারবারী হাতিবান্ধা উপজেলার জাওরানী ইউনিয়নের ছাতুরদীঘি গ্রামের মৃত দীনবন্ধু রায়ের পুত্র শ্রী চৈতন্য কুমার রায় (২২) বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারীর নিকট হতে চৌত্রিশ (৩৪) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ উক্ত মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন,গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।