ব্রাজিলিয়ান কিংবদন্তি ডিফেন্ডার দানি আলভেসের স্ত্রী জোয়ানা সান্জ ডিভোর্সের আবেদন করেছেন। আলভেসের আইনজীবীর মাধ্যমে বিচ্ছেদ চেয়েছেন তিনি। বিচ্ছেদের কারণ ‘বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করেছেন সান্জ।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বর্তমানে যৌন নিপীড়নের অভিযোগে বার্সেলোনার কারাগারে আছেন দানি আলভেস। তার বিরুদ্ধে অভিযোগ- বার্সার একটি নাইট ক্লাবে এক নারীকে যৌন নিপীড়ন করেছেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরে সাক্ষ্য দিতে কাতালুনিয়ায় এসে গ্রেপ্তার হয়েছেন ৩৯ বছর বয়সী এই রাইট ব্যাক।
এই প্রসঙ্গে সাংবাদিক লেটিসিয়া রিকুইজো জানিয়েছেন, তার স্ত্রীর বিচ্ছেদের আবেদন দানির আইনজীবী তাকে জানিয়েছেন। তবে দানি এই মুহূর্তে বিচ্ছেদে যাওয়ার কথা ভাবছেন না বলে জানিয়ে দিয়েছেন।
এর আগে, দানি আলভেসের স্ত্রী সান্জ এক বিবৃতি দিয়ে বলেছিলেন, তার স্বামী যৌন নিপীড়নের মতো কাজ করতে পারেন এটা তিনি বিশ্বাস করেন না। কিন্তু সংবাদ মাধ্যম দাবি করেছে, ওই বিবৃতি দেয়ার জন্য তার স্ত্রী অনুশোচনায় ভুগছেন।
তিনি সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন, তাকে দানির আইনজীবী ওই বিবৃতি দিতে বাধ্য করেছিল।