স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
গত ১৪ সেপ্টেম্বর মেজর সিনহা রাশেদ হত্যা মামলার প্রধান আসামি ওসি প্রদিপকে চট্টগ্রামের একটি দুর্নীতি মামলায় গ্রেফতার দেখানো হয়। সেই থেকেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি। কারা সুত্রে জানা যায় চট্টগ্রাম কারাগারে আসার পরেই কারাগারের সব চাইতে ভিআইপি ডিবেশন-১ সেলে তাকে রাখা হয়েছে। যাকে কারাগারের ভাষায় রাজার হালে থাকা বলে। আদালত থেকে এই নির্দেশ না দেয়া হলেও কারাগার সুত্রে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে তাকে ডিবিশন-১ সেলে রাখা হয়েছে।
এই ব্যাপারে কারাপরিদর্শকের সাথে কথা বলতে চাইলে তিনি এই ব্যাপারে কিছু জানেন না বলে জানান এই ব্যাপারে জেলা প্রশাসকের সাথে কথা বলতে বলেন। জেলা প্রশাসকের সাথে কথা বলতে চাইলে তিনিও এই ব্যাপারে কথা বলতে নারাজ।
এদিকে ২৮ শে সেপ্টেম্বর প্রদিপ দাশের ব্যাপারে চট্টগ্রাম মহানগর জেলা দায়রা জজ আশরাফুর এর আদালতে একটি নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, প্রদিপ দাশ তার আত্নীয়-স্বজন বা আইনজীবীদের সাথে দেখা করতে পারবে না। কিন্তু তিনি চাইলে তার আত্নীয়-স্বজন বা আইনজীবীদের সাথে মুঠোফোনে কথা বলতে পারবেন। বর্তমান করোনা পরিস্থিতির কারনে কারাফটকে দেখা করা নিষেদ করেছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে শুধু মুঠোফোনে কথা বলতে পারবে কয়েদিরা।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ। তারপরেই গ্রেফতার হয় ওসি প্রদিপ। গ্রেফতার হওয়ার পর থেকে একের এক দুর্নীতি ইর অনিয়মের অভিযোগ উঠে আসে ওসি প্রদিপ এর বিরুদ্ধে।