সুদুর কানাডা থেকে নির্বাচনী প্রচারনার জন্য ছুটে এসেছেন কানাডা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক জনাব আজিজুর রহমান প্রিন্স এবং তার সাথে ছিলেন কানাডা আওয়ামীলীগ এর সহ-সভাপতি জনাব সৈয়দ আবদুল গফ্ফার এবং কানাডা ছাত্রলীগ এর সভাপতি জনাব ওবায়দুর রহমান। জনাব আজিজুর রহমান তিনি প্রথমে নির্বাচনী তফসিল ঘোষনা করার পূর্বেই বাংলাদেশে আসেন এবং তার নির্বাচানী প্রচারনা শুরু হয় কুমিল্লা-৭ চান্দিনায়, তার নির্বাচনী সফর সঙ্গি ছিলেন কানাডা আওয়ামীলীগ এর সহ-সভাপতি জনাব সৈয়দ আবদুল গফ্ফার, ৫ বারের সংসদ সদস্য জনাব অধ্যাপক মোঃ আলী আশরাফ তারা এক সাথে নৌকা মার্কার গনসংযোগ করেন এবং নবাবপুর জনসভায় তিনি বক্তব্য দেন তার বক্তব্যে তিনি বলেন BNP নির্বাচনকে বিতর্কিত করার জন্য পায়তারা করতেছে এবং তারা বিদেশীদের কাছে নির্বাচনের গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার জন্য বিভিন্ন ইস্যু তারা খোজতেছে। তিনি বতর্মান সরকারের উন্নয়নমূলক কাজের বিভিন্নদিক তুলে ধরেন। তাছাড়া চান্দিনাতে যে ব্যাপক উন্নয়ন হয়েছে সেগুলোও তিনি তুলে ধরেন। তিনি আরো বলেন অধ্যাপক আলী আশরাফ ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন কিন্তু তার নামে চান্দিনাতে সাধারন মানুষের কোন অভিযোগ নেই। এছাড়াও চান্দিনার বিভিন্ন উঠান বৈঠক ও পথসভাতে তিনি গণসংযোগ করেন। সহ-সভাপতি জনাব সৈয়দ আবদুল গফ্ফার অসুস্থ হওয়া তিনি ঢাকায় চলে আসেন এবং ঢাকা থেকে তিনি আবার গাজীপুর-২, নির্বাচনী এলাকায় চলে যান এবং তার সফর সঙ্গী হিসাবে সাথে ছিলেন জামালপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মেহজাবিন খালেদ তিনি সেখানে নৌকার পক্ষে গনংযোগ করেন এবং একাধীক জনসভায় বক্তব্য রাখেন। তিনি আরো বলেন BNP প্রাথী তানভীর আহমদ ২০০১ সালের নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের উপর অনেক নির্যাতন করেছেন তাই আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান করেন। তার পর তিনি ঢাকায় একাধিক পথসভায় অংশ নেন ঢাকা-১০ এবং নায়ক ফারুক এর পথসভায় অংশ গ্রহণ করেন। তার পর আবার চলে যান মৌলিবীবাজার ও সিলেট। তিনি বিশেষ করে সিলেট-১ আসনটি খুবই গুরুত্বপূন্ উল্লেখ করে বলেন সিলেট-১ আসনটিতে যেদল জয়লাভ করবে সেই দলই ক্ষমতায় যাবে। তিনি সিলেট-১ আসনেও জনসংযোগ করেন। তার পর ঢাকা থেকে আবার মুন্সিগঞ্জের নিবার্চনি গনসংযোগ এ অংশ নেন। মুন্সিগঞ্জের-২ আসনটি অনেক কারনে গুরত্বপূর্ণ বলেন। তাছাড়া মুন্সিগঞ্জ-৩ আসনটি জোটের প্রাথী মাহি-বি চৌধুরী কে দেওয়া হয়েছে তাই তিনি সেখানে অংশ নেননি। তিনি তার নিজ এলাকায় সকল নেতা কর্মীদের সাথে দেখা করেন এবং গনসংযোগ করেন। তারপর ঢাকায় ফিরে আসেন। ডিজিটাল বাংলা নিউজ এর সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন যতগুলো আসনে তিনি অংশ নিয়েছেন সব গুলো আসেন আওয়ামীলীগ ভালো অবস্থানে আছে। তিনি আরো বলেন সারাদেশে আওয়ামীলীগ এর যে জোয়ার সৃষ্টি হয়েছে আগামী ৩০ ডিসেম্বরে আবার বাংলাদেশ আওয়ামীলীগ বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে।