আন্তর্জাতিক ডেস্কঃ চলমান মহামারি করোনাভাইরাসের কারনে দেওয়া বিধিনিষেধের বিরুদ্ধে এক সপ্তাহের বেশি সময় ধরে ট্রাকচালকদের বিক্ষোভের মুখে কানাডার রাজধানী অটোয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন শহরটির মেয়র জিম ওয়াটসন।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ট্রাকচালকরা তাদের এই বিক্ষোভের নাম দিয়েছেন ‘ফ্রিডম কনভয়’। সরকারের বিধিনিষেধের প্রতিবাদে তারা দেশের নানান প্রান্ত থেকে হাজার হাজার ট্রাক নিয়ে অটোয়ায় আসেন। কানাডার পার্লামেন্ট ভবনের চারপাশের রাস্তা অবরোধ করে রাখেন। এতে অটোয়ার কেন্দ্রস্থল অচল হয়ে যায়। আর করোনাভাইরাসের কারনে দেওয়া বিধিনিষেধের প্রতিবাদে রাস্তায় তারা অনবরত হর্ন বাজাতে থাকেন। ফলে অটোয়া এক প্রচণ্ড কোলাহলের শহরে পরিণত হয়েছে।
এদিকে শুধু অটোয়ায় নয়, তাদের এই বিক্ষোভ কানাডার বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। বিধিনিষেধ প্রত্যাহার না করা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
অটোয়ায় মেয়র জানান, শহরটি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। চলমান বিক্ষোভ এখানের বাসিন্দাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, কানাডা সীমান্তের এপারে-ওপারে চলাচল করেন প্রায় ১ লাখ ২০ হাজার ট্রাকচালক। তাদের মধ্যে প্রায় ৯০ শতাংশই করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। কানাডার প্রাপ্তবয়স্কদের মধ্যেও টিকা নেওয়ার হার এরকমই। তবে গত ১৫ জানুয়ারি ট্রাকচালকদের জন্য নতুন বিধিনিষেধ জারি করে জাস্টিন ট্রুডোর সরকার। ট্রাকচালকদের মধ্যে যারা যুক্তরাষ্ট্র থেকে স্থল সীমান্ত পেরিয়ে কানাডায় ঢুকছে, তাদের জন্য কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়। ট্রাকচালকরা এই সিদ্ধান্তের প্রতিবাদস্বরূপ এমনটা করছেন বলে তারা জানিয়েছেন।
সূত্র: বিবিসি, ডয়চে ভেলে।