কানাডার টরন্টো নগরীতে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত ও একজন আহত হয়েছেন। দেশটির পুলিশ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। কানাডার স্থানীয় সময় রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে টরন্টোর উত্তরে ভগান এলাকায় এ ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে।
ইয়র্ক আঞ্চলিক পুলিশের প্রধান জিম ম্যাকসুইন সাংবাদিকদের বলেন, একটি আবাসিক ভবনে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। আইন প্রয়োগকারী সংস্থার সাথে গুলি বিনিময়ের পরে সন্দেহভাজন ব্যক্তিও মারা যায়।
তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তির গুলিতে এক ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে মনে হচ্ছে।
পুলিশ সন্দেহভাজন ব্যক্তি বা নিহত ব্যক্তিদের নাম পরিচয় জানাতে পারেনি। ঘটনার পরপরই পুরো ভবনটি খালি করেছিলো। তবে পুলিশের অভিযান শেষে কয়েক ঘন্টার মধ্যে বাসিন্দাদের তাদের বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছেন ম্যাকসুইন ।
উল্লেখ্য, কানাডায় এই ধরনের ব্যাপক গোলাগুলির ঘটনা বিরল এবং টরন্টো দীর্ঘকাল ধরে নিজেকে বিশ্বের অন্যতম নিরাপদ বড় শহর হিসেবে তার স্থান ধরে রেখেছে।