আগামী ২০-২১ এপ্রিল কানাডার টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১৯। এই ফেস্টিভ্যাল সম্পর্কে কানাডার ন্যাশনাল কনকট্রাকসন এর চেয়ারম্যান এবং কানাডা ন্যাশনাল সিকিউরিটির প্রেসিডেন্ট জনাব মোহাম্মাদ হাসান বলেন এই ফেস্টিভ্যাল গত ৫ বছর ধরে কানাডার বুকে বংলাদেশের একটা ইতিহাস গড়ে উঠেছে।এই প্রোগ্রামে কানাডায় বসবাসরত সকল বাঙ্গালিদের একত্রিত করা হয় এবং বাঙ্গালিদের এই দেশে প্রতিষ্ঠিত করাই হচ্ছে এই প্রোগ্রাম এর লক্ষ্য।এদেশের কালচার, রাজনীতি ও সামাজিকতার সাথে আমরা যেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই হচ্ছে বাংলাদেশ ফেস্টিভ্যাল এর মুখ্য উদ্দেশ্য। তিনি আরও বলেন কানাডার বুকে আমরা বাঙ্গালিরা যাতে আরেকটি বাংলাদেশ গরে তুলতে পারি এটাই আমাদের লক্ষ্য।এই ফেস্টিভ্যাল এর আয়োজক, মেম্বার ও ভলেন্টিয়ার কে তিনি তার অন্তরের গভীর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন। এই ফেস্টিভ্যাল এ বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন জনপ্রিয় প্লেব্যাক কিং- এন্ড্রু কিশোর।জনপ্রিয় তারকা ওমর সানি, ফেরদৌস , মৌসুমি, আজিজুল হাকিম , রিচি সোলায়মান এবং নাট্যকার জিনাত হাকিম ।
সাক্ষাৎকার এর ভিডিও = https://www.youtube.com/watch?v=s-kOOkHYvfo&fbclid=IwAR0t0ZBLAeijABily1CBSKyj27bfcvkc30A3DNO71JIP7Ia3myBRJtfsADA