ডেস্ক রিপোর্টঃ কানাডার কুইবেক শহরে এক ব্যক্তির ছুরি হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জনের বেশি মানুষ। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে ধারালো অস্ত্র নিয়ে এক দুর্বৃত্ত বেশ কয়েকজনের ওপর হামলা চালান। খবর বিবিসির।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার মাঝ রাতে এই হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, মধ্যযুগীয় পোশাক পরে এবং ধারালো অস্ত্র হাতে ওই দুর্বৃত্ত হামলা চালিয়েছে। তার বয়স ২০–৩০ বছরের মধ্যে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।
Le poste de commandement du @SPVQ_police est déployé devant l'hôtel du Parlement du Québec. pic.twitter.com/WEjxJeqquK
— ICI Québec (@iciquebec) November 1, 2020
কুইবেক সিটি পুলিশ এক টুইট বার্তায় লিখেছে, “রাত একটার কিছুক্ষণ আগে এসপিভিকিউ (কুইবেক সিটি পুলিশ ফোর্স) এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় অধিবাসীদের ঘরে থাকার জন্য আহ্বান জানানো যাচ্ছে। কেননা এ ঘটনার তদন্ত এখনো চলছে।”