কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়েছে স্পেন। তবে নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র হওয়ায় ফলে রেফারি অতিরিক্ত সময়ের বাঁশি বাজান।
মঙ্গলবার রাত ৯টায় কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে স্পেন-মরক্কো। যদিও প্রথমার্ধে আক্রমণের বিবর্ণতা ঝেড়ে বিরতির পর তুলনামূলক ভালো খেলল স্পেন। সুযোগও পেল তারা, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মিলল না। ‘ডেডলক’ ভাঙতে পারল না মরক্কোও। শেষ পর্যন্ত কোনো দলই নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে পারেনি। যে কারণে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
✪ আরও পড়ুন: বিশ্বমঞ্চে ব্রাজিলের নতুন বিশ্বরেকর্ড
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করে স্পেন। পরের ম্যাচে জার্মানির সঙ্গে ১-১ ড্র আর নিজেদের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানের হেরে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে স্প্যানিশরা।
✪ আরও পড়ুন: নাইন সেভেন ফোর: ব্রাজিল ম্যাচের পর ভেঙে ফেলা হবে যে স্টেডিয়াম
অন্যদিকে মরক্কো কঠিন গ্রুপ থেকে নকআউটে কোয়ালিফাই করে। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে মরক্কো। দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামকে ২-০ গোলে আর শেষ ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে খেলা নিশ্চিত করে।
✪ আরও পড়ুন: ভার-আক্রান্ত বিশ্বকাপ: ৪৮ ম্যাচে বাতিল ১৭ গোল, ৮ পেনাল্টি