বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্বল সৌদি আরবের কাছে হেরে বীভৎস সূচনা করেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। সেই হারের ফলে গতরাতে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে নামার আগে পাহাড়সম চাপ ছিল মেসিদের কাঁধে। সেই চাপ একা বহন করেছেন দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। মেক্সিকোর জালে মেসির জাদুকরী গোলেই প্রথমে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা।
আর্জেন্টিনার অধিনায়কের সেই গোলের পর আরেকটি গোল দিয়েছে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের দেয়া সেই গোলে এসিস্ট করেছিলেন মেসিই।
শনিবার (২৬ নভেম্বর) লুসাইল স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ওই ম্যাচের পর গণমাধ্যমে আর্জেন্টিনার ফিরে আসার হুংকার দিয়েছেন দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘অবশেষে বিশ্বকাপে আবির্ভাব ঘটেছে আর্জেন্টিনার।’
তিনি আরও বলেন, ‘আমরা জানতাম আজ আমাদের জিততে হবে, আমাদের জন্য আরেকটি বিশ্বকাপ শুরু হচ্ছে। আমাদের জানা ছিল কী করতে হবে। এখন আমরা আমাদের গার্ড নামিয়ে রাখতে পারি না, এখনও ম্যাচ বাকি আছে। জানতাম আমাদের ভক্তদের কাছ থেকে প্রতিক্রিয়া এরকম হবে।’