একের পর আক্রমণে পোল্যান্ডের রক্ষণভাগ জর্জরিত করছে আর্জেন্টিনা। কিন্তু গোল নামক সোনার হরিণের দেখা মেলেনি। ম্যাচের ৩৮ মিনিটে লিওনেল মেসিকে ফাউল করে বসেন পোল্যান্ডের গোলরক্ষক শেজনি।
ফলাফল যা তাই। পেনাল্টি। কিন্তু সেই শেজনিই চীনের প্রাচীর হয়ে দাঁড়ালেন মেসির বিপক্ষে। মেসির করা পেনাল্টি কিক যেন কিছুই না তার কাছে। মুচকি হাসি দিয়ে গোলবারের নিচে দাঁড়িয়ে মেসির করা শট বামপাশে ঝাঁপিয়ে পড়ে রুখে দিলেন শেজনি।
পোল্যান্ডের বিপক্ষে জিতলেই শেষ ষোলোতে জায়গা করে নেবে আর্জেন্টিনা। আর কোনো হিসেবের মধ্য দিয়ে যেতে হবে না তাদের। ম্যাচটি ড্র হলেও পরের পর্বে তারা জায়গা পাবে যদি মেক্সিকো-সৌদি আরব ম্যাচও সমতায় শেষ হয়।
এছাড়া, মেক্সিকো সৌদি আরবকে হারালে এবং আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ ড্র হলে গোল পার্থক্য আসবে বিবেচনায়। যাদের গোল ব্যবধান বেশি হবে, তারা পাবে দ্বিতীয় রাউন্ডের টিকিট। পোলিশদের বিপক্ষে হারলে বিশ্বকাপ থেকে নিশ্চিতভাবেই ছিটকে যাবেন মেসিরা।