প্রথম ম্যাচে সৌদির বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর মেক্সিকোর বিপক্ষে বেশ কিছু পরিবর্তন এনে সাফল্য পেয়েছে আর্জেন্টিনা। বুধবার (৩০ নভেম্বর) পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাই হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টিনার বাঁচা-মরার লড়াই। পোল্যান্ড আজ হার এড়াতে পারলেই উঠে যাবে দ্বিতীয় রাউন্ডে।
মেসি সবার চোখকে ফাঁকি দিতে পারে, তাকে চোখে চোখে না রাখলে সে গোল করবে। তাকে আটকাতে কয়েকজন ফুটবলার লাগবে। পুরো বিশ্বই তো বছরের পর বছর মেসিকে থামানোর উপায় ভাবছে, আমার মনে হয় না আমরা এর উত্তর খুঁজে পাব। মেসি বলেছে এটা তার শেষ বিশ্বকাপ, আর সে ভালো করতেও মুখিয়ে আছে।
পোল্যান্ড কোচ সেসওয়াফ মিখনিয়েভিৎস
কোনো সমীকরণ ছাড়া দ্বিতীয় রাউন্ডে যেতে হলেও আর্জেন্টিনারও প্রয়োজন জয়। আজ আর্জেন্টিনার সব পরিকল্পনা মেসিকে ঘিরেই করছে, তেমনি পোল্যান্ডের পরিকল্পনাতেও আছেন মেসি।
পোল্যান্ড কোচ সেসওয়াফ মিখনিয়েভিৎস ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘মেসি সবার চোখকে ফাঁকি দিতে পারে, তাকে চোখে চোখে না রাখলে সে গোল করবে। তাকে আটকাতে কয়েকজন ফুটবলার লাগবে। পুরো বিশ্বই তো বছরের পর বছর মেসিকে থামানোর উপায় ভাবছে, আমার মনে হয় না আমরা এর উত্তর খুঁজে পাব। মেসি বলেছে এটা তার শেষ বিশ্বকাপ, আর সে ভালো করতেও মুখিয়ে আছে।’