প্রথম ম্যাচে সৌদির বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর মেক্সিকোর বিপক্ষে বেশ কিছু পরিবর্তন করে সাফল্য পেয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির জাদুতে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখে মেসির আর্জেন্টিনা।
আজ বুধবার (৩০ নভেম্বর) পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাই হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টিনার বাঁচা-মরার লড়াই। যেখানে পা হড়কালেই হতে পারে বিপদ, শেষ হতে পারে লিওনেল মেসির বিশ্বকাপের স্বপ্ন।
জানা যাচ্ছে, এই ম্যাচেও বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামবে আর্জেন্টাইন বস লিওনেল স্কালোনি। বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, এই ম্যাচে শুরু থেকে খেলবেন না সেন্ট্রাল ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। তার জায়গায় আসতে পারেন ক্রিশ্চিয়ান ওটামেন্ডি বা জার্মান পেজ্জেলা। পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির উচ্চতা ও আরররজেন্টনার চেয়ে বাকিদের উচ্চতার দিক দিয়ে এগিয়ে থাকার জন্য এই সিদ্ধান্ত নিতে পারেন স্কালোনি, ধারণা করা হচ্ছে এমন। রোমেরো সৌদি আরবের সাথে শুরু করলেও তাকে সেদিন শতভাগ ফিট মনে হয়নি।
মিডফিল্ডেও পরিবর্তন আনতে পারেন স্কালোনি। গুইদো রদ্রিগেজ আগের ম্যাচটা একাদশে থেকে শুরু করলেও তাকে দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি করা হয়েছিল। ওই ম্যাচে শেষ সময়ে দারুণ গোল করা এনজো ফার্নান্দেজ বা লিয়ান্দ্রো পারেদেস আজ আসতে পারেন একাদশে। পারেদেস অবশ্য প্রথম ম্যাচে শুরু করেছিলেন, কিন্তু মেক্সিকোর সাথে বাইরে চলে যান।
- কাতার বিশ্বকাপ : প্রথমবার নকআউটে ওঠার সুযোগ, অঘটন ঘটাতে প্রস্তুত তিউনিসিয়া
- একই দিনে বিয়ে করলেন শ্রীলঙ্কান ৩ ক্রিকেটার
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০০ ওভার ব্যাট করতে চাই : ব্র্যাথওয়েট
- কাতার বিশ্বকাপ আয়োজন কাজে ৪০০-৫০০ শ্রমিকের মৃত্যু, কাতারের স্বীকারোক্তি
- কাতার বিশ্বকাপ : কাতারকে অনায়াসে হারিয়ে গ্রুপসেরা ডাচরা
এছাড়া আর দুই মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো দি পলের আজ শুরু থেকে থাকার কথা। আক্রমণে লিওনেল মেসির সঙ্গে খেলার কথা ডি মারিয়া ও লতারো মার্তিনেজ। রাইটব্যাকে গঞ্জালো মন্টিয়েল নাকি নাহুয়েল মলিনা কে শুরু করবেন সেটাও দেখার বিষয়।