চলতি কাতার বিশ্বকাপের ডু অর ডাই ম্যাচে লিওনেল মেসির পেনাল্টি মিসে প্রথমার্ধ গোল শূন্যতেই বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা। তবে বিরতি থেকে ফিরেই দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেয়েছে লে আলবিসেলেস্তেরা। ৪৭তম মিনিটে গোল করেছেন ম্যাক অ্যালিস্টার। এতে দ্বিতীয়ার্ধের শুরুতেই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা।
বুধবার (৩০ নভেম্বর) দোহার স্টেডিয়াম ৯৭৪’এ শুরু থেকেই পোল্যান্ডের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। তবে মেসি-ডি মারিয়াদের আটকে দিচ্ছিলেন পোল্যান্ডের ডিফেন্ডাররা। তবে ম্যাচের ৩৮ মিনিটে ডি-বক্সের ভেতরে বল ফেরাতে গিয়ে মেসির সঙ্গে ধাক্কা খায় পোল্যান্ডের গোলরক্ষক। এতে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টি দিয়ে দেন।
তবে স্পট কিক থেকে গোল করতে পারেননি মেসি। তার ডান দিকে নেওয়া শট ঠেকিয়ে দেন পোল্যান্ডের গোলরক্ষক সেজেসনি। তার মিনিট চারেক পরে আবারও হতাশ হয় আর্জেন্টিনা। ডি বক্সের বাইরে থেকে আলভেরেজের নেওয়া শট ফিস্ট করেন পোলিশ গোলরক্ষক সেজেসনি।। ফিরতি বল পেলেও দুর্বল আকৃতির শট জায়গায় দাঁড়িয়ে বল পেয়ে যা সেজেসনি। ফলে ৬৫ শতাংশ বল দখল করেও গোল করতে পারেনি। এতে গোলশূন্য বিরতিতে যায় দুই দল।
তবে বিরতি থেকে ফিরেই সমর্থকদের উল্লাসে মাতান এলেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৪৭তম মিনিটে ডানপ্রান্ত থেকে মোলিনার ক্রস থেকে আলতো পা ছুঁয়ে লক্ষ্যভেদ করেন তিনি। যা দেশের জার্সিতেও তার প্রথম গোল।