কাতার বিশ্বকাপের ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এরপর ড্রেসিংরুমে ফিরে জয় উদযাপন করেন লিওনেল মেসিরা। সেখানে ব্রাজিলকে খোঁচা মেরে সমর্থকদের বানানো গানে উদ্যম নাচেন তারা। এরই মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, সেমিফাইনালে দাপুটে জয়ের কিছুক্ষণ পর আর্জেন্টিনার খেলোয়াড়েরা ড্রেসিংরুমে এসে উদ্যাপন শুরু করেন। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে সেই উদ্যাপনের ভিডিও শেয়ার করেন দলটির তারকা ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।
সেখানে ব্রাজিলকে খোঁচা মেরে আর্জেন্টিনার সমর্থকদের বানানো একটি গান গাইতে দেখা যায় মেসিদের। আর্জেন্টাইন ফুটবলে গানটি বেশ পরিচিত। ইতোমধ্যে সাফল্য পাওয়ার পর আলবিসেলেস্তে জাতীয় দলের উদ্যাপনে এই গান বেশ কয়েকবার গাওয়া হয়েছে।
গানের প্রথম কয়েক লাইনের বাংলা অর্থ হলো, কুঁকড়ে যাওয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, কী হলো তোমাদের? রিওর উদ্দেশে যাত্রা করে কাপটা রেখে দিলো মেসি/আমরা আর্জেন্টাইনরা, সবসময়ই প্রেরণাদীপ্ত থাকব/চোখে যে আমাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন/আমরা আর্জেন্টাইন, ম্যারাডোনাকে ও মালভিনাসকে (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ) ভুলে যাইনি/আমরা এমনই, তোমাদেরও প্রেরণা দিই, আর্জেন্টিনাকে সব জায়গায় অনুসরণ করি।
২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হেরে মিশন শুরু করে আর্জেন্টিনা। তবে পরে দোর্দণ্ড প্রতাপে ঘুরে দাঁড়ায় তারা। এরপর টানা ৫ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। ফুটবলে দলটির সঙ্গে আর্জেন্টাইনদের রয়েছে চিরবৈরিতা। ক্রোয়াটদের বিপক্ষে জয়ের পর মেসিদের উদযাপনে যেন তা-ই ফুটে উঠেছে।
🇦🇷'𝐀 𝐋𝐀 𝐀𝐑𝐆𝐄𝐍𝐓𝐈𝐍𝐀 𝐘𝐎 𝐋𝐀 𝐒𝐈𝐆𝐎 𝐀 𝐓𝐎𝐃𝐀𝐒 𝐏𝐀𝐑𝐓𝐄𝐒'
🎉Fiesta descontrolada en el vestuario de ARGENTINA tras clasificarse a la FINAL. #FIFAWorldCup
📹IG: NicolasOtamendi30 pic.twitter.com/wNyinJosUC
— El Chiringuito TV (@elchiringuitotv) December 13, 2022