মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় ছোট্ট মুসলিম দেশ কাতার। দেশটির বিভিন্ন মসজিদে মোয়াজ্জেম ও ইমামতি পেশায় নিয়োজিতদের বড় অংশই বাংলাদেশি। প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে দিনরাত কাজ করে যাচ্ছেন আলেমরা। কাতারি নাগরিকদের কাছে নিজ দেশের ইতিহাস ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরার আহ্বান জানালেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
তারা বলেন, ‘আমাদের বেতনের বিষয়ে তারা খেয়াল রাখছেন। কাতারের নাগরিকদের মতই আমাদের সম্মান করা হয়। এখানকার অধিকাংশ মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশি ভায়েরা ইমাম-মোয়াজ্জেম। আমাদের প্রতি তাদের আত্মবিশ্বাস অনেক বেশি’
ইমামদের কাতারি নাগরিকদের কাছে নিজ মাতৃভূমি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন, কমিউনিটির নেতারা।
কমিউনিটি নেতা আলমগীর হোসেন আলী বলেন, আমাদের কোন খারাপ কাজের জন্যে কাতারের কাছে সমালোচিত না হয়। আমাদের প্রতিটি কাজ প্রতিটা বলা চলাফেরা যাতে দেশকে এগিয়ে নিয়ে যায়।
বাংলাদেশিদের ধর্মীয় মূল্যবোধের বিষয়টি সেদেশের নাগরিকদের কাছে তুলে ধরা ইমাম মোয়াজ্জেমদের দায়িত্ব বলে মনে করেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
মেধা, আচরণ, মনোমুগ্ধকর তিলাওয়াত, শুদ্ধ আরবি ও অন্যান্য সাফল্যের কারণে বাংলাদেশি ইমাম-মোয়াজ্জেমদের ব্যাপক চাহিদা রয়েছে কাতারে।