বাংলাদেশ পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম বলেছেন, রাজধানীর কিছু সড়কে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। তাদের সঙ্গে শিক্ষার্থীরাও কাজ করছে। ধীরে ধীরে ঢাকার সব সড়কে ট্রাফিক পুলিশ কাজ শুরু করবে।
আজ রোববার (১১ আগস্ট) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইজিপি ময়নুল বলেন, আমাদের ট্রাফিকে জনবলের সমস্যা নেই। এরই মধ্যে ইন্টারকন্টিনেন্টাল সিগন্যাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। এসব সড়কে শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউটের সদস্যরাও রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে যেন কোনো ভুলভ্রান্তি না হয় সেজন্য ছাত্র সমন্বয়কদের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি।
এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, শিক্ষার্থীরা নিজেদের টাকায় সড়কে কাজ করছে, পরিষ্কার করছে, রং কিনে দেয়াল সুন্দর করছে। এটা যদি সরকারি প্রজেক্ট হতো তাহলে হাজার কোটি টাকা লাগতো। একটা দেশে এর চেয়ে ভালো উদাহরণ হতে পারে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, যেসব শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেট চাকরির ক্ষেত্রেও মূল্যায়ন করা হবে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৩০ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি