আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কফি খামারে বন্দুকধারীর গুলিতে অন্তত ৮ জন নিহত হয়েছে। আর এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৬ জন।
গতকাল রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বেতানিয়া শহরের অদূরে কয়েকজন বন্দুকধারী ওই কফি খামারে ঢুকে নির্বিচারে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
এদিকে নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করেছেন, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বেই এ হত্যাকাণ্ড। একই দিন সকালে আর্জেলিয়া শহরে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়।
উল্লেখ্য, কলম্বিয়া বিশ্বের শীর্ষ মাদক উৎপাদনকারী দেশগুলোর একটি। গেল ৫ দশকে দেশটিতে মাদক সংক্রান্ত সহিংসতায় আড়াই লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।