কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। নিহত অন্যজন বিমানটির পাইলট। স্থানীয় সময় গতকাল বুধবার (১৯ জুলাই) এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
জানা গেছে, নিহতদের মধ্যে পাঁচজনই সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট আলভারো উরিবের সেন্ট্রো ডেমোক্রেটিকোর সদস্য ছিলেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টুইটারে এক বার্তায় সেন্ট্রো ডেমোক্রেটিকো বিমান দুর্ঘটনায় সাবেক সিনেটর নোহোরা টোভার, বিভাগীয় আইনপ্রণেতা ডিমাস ব্যারেরো, পদপ্রার্থী গভর্নর এলিওডোরো আলভারেজ এবং ভিলাভিসেনসিও পৌর কাউন্সিলর অস্কার রদ্রিগেজের মৃত্যু নিশ্চিত করেছে।
বিমান দুর্ঘটনার ঘটনায় বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো শোকপ্রকাশ করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পার্টিতে অংশগ্রহণের জন্য বিমানের যাত্রীরা ভিলাভিসেনসিও থেকে বোগোটা যাচ্ছিলেন।তবে কী কারণে বিমান বিধ্বস্ত হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন