অস্ট্রেলিয়ার অন্যতম শীর্ষ ধনকুবের, বিখ্যাত ডেটা সেন্টার গোষ্ঠী ‘এয়ারট্রাঙ্ক’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক (সিইও) বাংলাদেশি তরুণ রবিন খুদা সম্প্রতি তিনি তার কোম্পানি বিক্রি করে ৩৩০জন কর্মীকে ২৬২ কোটি টাকা বোনাস দিয়েছেন।
সংবাদমাধ্যম ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিনের প্রতিষ্ঠানটি মার্কিন কোম্পানি ব্ল্যাকস্টোন ইনকরপোরেশন দুই লাখ ৮৬ হাজার ৭১২ কোটি টাকায় (২৪ বিলিয়ন মার্কিন ডলার) অধিগ্রহণ করেছে। এরপর তিনি কর্মীদের জনপ্রতি ৭৭ লাখ ৬৫ হাজার ১২৮ টাকা (৬৫ হাজার মার্কিন ডলার) করে বোনাস দিয়েছেন। আর কর্মীদের মোট বোনাস দিয়েছেন ২৬২ কোটি ৮১ লাখ ৯৭ হাজার টাকা (২২ মিলিয়ন মার্কিন ডলার)। আকস্মিক এ বোনাস ছাড়াও কর্মীরা বার্ষিক অন্যান্য সুবিধা পেয়ে থাকেন।
রবিন জানান, কর্মীদের ছাড়া এ সাফল্য অর্জন করা সম্ভব হতো না। ফলে তিনি তাদের পুরস্কৃত করতে চান। রবিন জানান, কোম্পানির ৩৩০ কর্মীকে ৭৭ লাখ ৬৫ হাজার ১২৮ টাকা করে প্রদান করেছে। এছাড়া জ্যেষ্ঠ ১২০ কর্মীকে প্রতিষ্ঠানের লভ্যাংশ শেয়ার করা হয়েছে।
রবিন খুদা ১৮ বছর বয়সে বাবার সঙ্গে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় চলে আসেন। গ্রামের বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জে। তিনি অস্ট্রেলিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে বাণিজ্য ও হিসাববিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। ২০১৫ সালে তথ্য ব্যবস্থাপনা ও সংরক্ষণ প্রতিষ্ঠান এয়ারট্রাঙ্ক প্রতিষ্ঠা করেন রবিন খুদা। পরের বছর ২০১৬ সাল থেকে এটি কার্যক্রম শুরু করে। পরের বছরেই এটি প্রথম বড় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করে রবিন খুদার প্রতিষ্ঠান। এরপর থেকেই অস্ট্রেলিয়ার প্রযুক্তিপাড়ায় সুনাম কুড়াতে শুরু করেন এয়ারট্রাঙ্ক ও রবিন খুদা। বর্তমানে সেখানের অন্যতম প্রযুক্তি জায়ান্ট এই বাংলাদেশি।
প্রসঙ্গত, ‘এয়ারট্রাঙ্ক’ বিভিন্ন বড় বড় ডেটা সেন্টার তৈরির কাজ করে থাকে। প্রতিষ্ঠানটির ডেটা সেন্টারে মাইক্রোসফট, গুগল এবং অ্যামাজনসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ডিজিটাল তথ্য জমা ও পরিচালনা করে আসছে। সিডনি, মেলবোর্ন, হংকং, টোকিও, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে কোম্পানির ১১টি ডেটা সেন্টার রয়েছে।
আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪৫ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি