এই মুহুর্তে পৃথিবীর সবচাইতে আলোচিত বিষয় কোভিড- ১৯। এর আক্রমনে সংক্রমিত মানূষ মৃত্যুবরন করছে হাজার হাজার প্রতিদিন। পৃথিবীর সব বিজ্ঞানীরা আপ্রান চেষ্টা চালাচ্ছেন প্রতিষেধক আবিষ্কারের। এখনো কেউ কোন সুসংবাদ দিতে পারেনি। হঠাৎ করেই গনস্বাস্থ্যের কর্নধার ডাঃ জাফরুল্লাহ চৌধুরী জানালেন গনস্বাস্থের সাস্থ্য বিজ্ঞানীরা করোনা ভাইরাস সনাক্তকরনের কিট উদ্ভাবন করেছেন। কম খরচে করোনার ভাইরাস পরীক্ষা করা যাবে। শুরু হয় আলোচনা সমালোচনা।গত কয়েকদিন ধরে ডাক্তারী বিদ্যায় বিজ্ঞজনেরা মতামত দিচ্ছেন, আলোচনা করছেন টেলিভিশনেও। আমরা এই আলোচনায় অংশ নিতে পারিনি সংগতভাবেই।
এই পরীক্ষা কিট যিনি উদ্ভাবন করেছেন তার নাম ডাঃ বিজেন শীল। তিনি পড়াশুনা এবং কর্মক্ষেত্রে যোগ্যতা দেখিয়েছেন বিদেশেও। এর আগেও ডাঃ শীল সার্সের ভেক্সিন আবিস্কারে যুক্ত ছিলেন পরিচিতি পেয়েছেন আন্তর্জাতীকভাবেও। মেডিকেল জার্নালে তার পাবলিকেশন রয়েছে। কোনভাবেই ডাঃ শীলের দাবীকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আলোচনায় যে সব বিষয় উঠে এসেছে তার বেশীর ভাগই আইনি বিষয়। এমন গবেষনার জন্য যে সব নিয়ম অনুসরন করা প্রয়োজন তা করা হয়নি বলেই যুক্তি দেখিয়েছেন আলোচকরা।
ডাঃ জাফরুল্লাহ নীজেও একজন চিকিৎসক এবং বিশেষজ্ঞ। রাজনৈতিক মতামতের কারনে অনেকের
মত আমিও ডাঃ জাফরুল্লাহর সমর্থক নই। কিন্তু একজন বিজ্ঞ ডাক্তার না জেনেই এমন উদ্ভট দাবী করবেন মনে হয়না। যারা যুক্তি দেখিয়ে সমর্থন না করার পক্ষে রায় দিয়েছেন তারা উদ্ভাবিত সেম্পল পরীক্ষা করে দেখেননি এখনো।
বিশ্বজুড়ে করোনা ভাইরাস আজ যে বিপর্যয় নেমে এসেছে, মানূষ নিরবে চলে যাচ্ছে পৃথিবীর মায়া ত্যগ করে। মৃত্যু ভয়ে আতংকিত মানূষ হয়ে গৃহবন্দি। শক্তিধর দেশগুলিও এখন নির্বাক চেয়ে আছে নিয়তির পানে।বাঁচার আর্তনাদ পৃথিবী জুড়ে। বাংলাদেশের কোন বিজ্ঞানী যদি এর প্রতিষেধক বা চিহ্নিত করনের কোন উপায় উদ্ভাবন করতে পারে, আমি খুশিই হবো। সভ্যতা রক্ষায় মানবতার প্রয়োজনে করোনার প্রতিষেধক এখন অন্যতম জরুরী প্রয়োজন। যারাই এ বিষয়ে আলোচনা করছেন তারা নিশ্চই স্বাস্থ্য বিজ্ঞানে পারদর্শী, আইনি বাধা দুর করে এর প্রকৃত উপাদান খুজে দেখা প্রয়োজন বলে মনেকরি। প্রয়োজনে ডাঃ বিজন শীলের তত্ত্বকেই সূত্র ধরেই এর কার্যকারিতা পরীক্ষা করুন।।সংশ্লিষ্ঠ দপ্তর বা মন্ত্রনালয়ের কাছে আবেদন জানাবো বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কারন প্রয়োজনটি এখন আর্থিক নয় মানবতা রক্ষার। রাজনীতির উর্ধে উঠে সম্মিলিত প্রচেষ্টায় যদি করোনা পরীক্ষার কিট উদ্ভাবন করা যায়,তাহলে বাংলাদেশ তো বটেই বিশ্বের সব দেশেই এর প্রয়োজন দেখা দিবে। জীবন রক্ষার পাশাপাশি দেশেরও সুনাম বৃদ্ধি হবে।
আজিজুর রহমান প্রিন্স
রাজনীতিবিদ, লেখক ও গবেষক
টরেন্টো, কানাডা
২৮ শে এপ্রিল ২০২০