প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধ চিকিৎসায় চট্টগ্রামে চালু হচ্ছে ১০০ শয্যা বিশিষ্ট সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় চট্টগ্রাম নগরী পতেঙ্গায় অবস্থিত বি কে কনভেনশন সেন্টারে অস্থায়ী ভিত্তিতে চালু করা হচ্ছে এ হাসপাতাল।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবু বকর সিদ্দিক।
সিএমপি জানায়, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে সরকারী হাসপাতালগুলোতে স্থান সংকুলান হচ্ছে না। সাধারণ মানুষের চিকিৎসা ও জীবনের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে স্থাপন করা হচ্ছে এই বিশেষায়িত ফিল্ড হাসপাতাল।
সাধারণ মানুষের চিকিৎসা ও জীবনের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সিএমপি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে স্থাপন করা হচ্ছে এই বিশেষ ফিল্ড হাসপাতাল। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ করোনা মোকাবেলায় লব্ধ অভিজ্ঞতা দিয়ে এই হাসপাতালের সার্বিক নিরাপত্তা, জনবল নিয়োগ ও ব্যবস্থাপনায় অগ্রনী ভূমিকা পালন করবে।
জানা যায়, ১০০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে থাকবে ২০টি হাই ফ্লো অক্সিজেন সুবিধা সংবলিত বেড। ১২ জন চিকিৎসক, ১৮ জন নার্স ও ৫০ জন স্বেচ্ছাসেবক থাকবেন সার্বক্ষনিক চিকিৎসা ও সেবার দায়িত্বে। একটি সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের মাধ্যমে প্রতিটি বেডে থাকবে অক্সিজেন সংযোগ। এছাড়াও রোগীদের যাতায়ত সুবিধায় থাকবে সার্বক্ষনিক এ্যাম্বুলেন্স সার্ভিস।
এসময় নগরীর জনসাধারণ এই হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে করোনা টেস্ট করতে পারবেন। এছাড়া আক্রান্ত হলে চিকিৎসা সেবাও পাবেন বিনামূল্যে। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে প্রতিষ্ঠিত এই হাসপাতালের চিকিৎসা সেবা করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
এ ছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে নগরীর জনসাধারণের জীবন রক্ষায় সিএমপি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগ একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহবুবুর রহমান ।