লেখক, গবেষক ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
বৃহস্পতিবার রাতে তার ছেলে আনন্দ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রাতে বাবার (ড. আনিসুজ্জামান) করোনা টেস্টের ফলাফল পাওয়া গেছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
তিনি আরও জানান, বাবা করোনায় আক্রান্ত হওয়ার স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হবে। পূর্বঘোষিত কর্মসূচি পালন করা হবে না।
প্রসঙ্গত, গত ২৭শে এপ্রিল হৃদরোগ সমস্যার পাশাপাশি কিডনি ও ফুসফুসে জটিলতা, পারকিনসন্স, প্রোস্টেট ও রক্তে সংক্রমণের সমস্যা নিয়ে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত শনিবার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে মারা যান তিনি।