প্রাণঘাতী করোনাভাইরাসের মারা গেলেন দেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী তথা পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান দিলীপ কুমার সাহা। সোমবার রাজধানী ঢাকার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান দিলীপ সাহার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে বলেছেন, ‘বাংলাদেশে শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির ব্যবহারের ক্ষেত্রে প্রয়াত দিলীপ কুমার সাহা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন স্বনামধন্য পরমাণু বিজ্ঞানীকে হারাল।’
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম জাকারিয়া জানিয়েছেন, চার দিন আগেই ঢাকার এক বেসরকারি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষায় দিলীপ সাহার করোনাভাইরাস শনাক্ত হয়। তার পরেই চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ধীরে-ধীরে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে।’
১৯৫৯ সালে মানিকগঞ্জের সাঁটুরিয়া উপজেলার বাওখণ্ড গ্রামে জন্মগ্রহণ করেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী দিলীপ সাহা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক্স বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জনের পর ১৯৮৩ সালে পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকায় বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। এক্সআরডি ও ন্যানোটেকনোলজির ওপর গবেষণাও করেছেন তিনি।
২০১৭ সালের অগস্টে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পান। পেয়েছিলেন। তার আগে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনস্ত পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকার পরিচালকের দায়িত্ব পালন করেছেন।