বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ হোসেইন ইমাম শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। ঢাকার সিএমএইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। ইমামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ফ্যান ক্লাব বেঙ্গল টাইগার্সও।
বিসিবির দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান মেজর মোঃ হোসেইন ইমাম (অবঃ) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ দুপুর তিনটা ৪০ মিনিটে ঢাকার সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার আকস্মাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’
খুব কঠিন সময়ে ২০১৩ সালে বাংলাদেশে বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন মেজর (অব.) মোঃ হোসেইন ইমাম। তিনি ২০১৪ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ এবং ২০১৬ সালের এশিয়া কাপসহ অনেকগুলো ঘরোয়া এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে বিসিবির নিরাপত্তা কার্যক্রম তত্ত্বাবধান ও সমন্বয় করেন।
তিনি ২০১৯ সালে আয়ারল্যান্ড এবং ২০২০ সালে পাকিস্তান সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব সামলান। সবগুলো ভেন্যুতেই তিনি বিসিবির নিরাপত্তা ব্যবস্থা পদ্ধতির দায়িত্বে ছিলেন।
প্রসঙ্গত, হাসিখুশি এই মানুষটি গত বছর হার্টের চিকিৎসা নিয়েছেন। তারপরও ছিলেন সচল। মুশফিক,তামিমরা যখন করছেন অনুশীলন, তখন মাঠের বাইরে স্বাস্থ্যবিধি মেনে নিরাপত্তা বলয় তৈরি করেছেন। নিজে সরেজমিন দেখতে এসেছিলেন চারদিন আগে।
শরীরে করোনা ভাইরাসের জীবানু বহন করেছেন, নমুনা পরীক্ষায় তা ধরা পড়ার পর ভর্তি হয়েছিলেন সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখান থেকে আর ফিরে আসতে পারেননি। বৃহস্পতিবার রাতে স্ট্রোক করেছিলেন। তখন থেকে ছিলেন আইসিইউতে। সেখান থেকে আর সুস্থ হয়ে ফিরতে পারেননি।