ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সময়টা মোটেই ভাল যাচ্ছে না। করোনার থাবা থেকে সবে মুক্তি পেয়েছেন। কিন্তু আবারও দুঃসংবাদ প্রেসিডেন্ট ভবনে। এবার আক্রান্ত হলেন বোলসোনারোর স্ত্রী তথা দেশের ফার্স্ট লেডি মিশেল বোলসোনারো। পাশাপাশি মন্ত্রিসভার আরও এক সদস্যের শরীরেও করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
বৃহস্পতিবার ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ফার্স্ট লেডি মিশেল বোলসোনারোর করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তিনি ভাল আছেন এবং সব নিয়মই মেনে চলবেন।’
গত ৭ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। তার পরে বেশ কয়েক সপ্তাহ কোয়ারেন্টাইনে থেকে তিন বার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর অবশেষে গত সপ্তাহে তার করোনাভাইরাস ‘নেগেটিভ’ আসে। প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত থাকার সময়ে ফার্স্ট লেডি মিশেল ও দুই মেয়ের নমুনা পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। ফলে অনেকটাই স্বস্তি পেয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। কিন্তু সেই স্বস্তি বেশিদিন টিঁকল না।
এদিন ফার্স্ট লেডি মিশেল বোলসোনারো ছাড়াও দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মার্কোস পন্টেসের শরীরেও করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। পন্টেস হলেন বোলসোনারো সরকারের পঞ্চম মন্ত্রী যিনি মারণ ভাইরাসে আক্রান্ত হলেন। দেশে অবশ্য করোনার তাণ্ডব কমার কোনও লক্ষণই নজরে পড়ছে না।
বুধবারও ব্রাজিলে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশে একদিনেই নতুন করে শনাক্ত হয়েছেন ৬৯,০৭৪ জন এবং প্রাণ হারিয়েছেন ১,৫৯৫ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ এবং মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়াল।