গত সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলো ছাড়া বিশ্বের বাকি অংশে মহামারির প্রকোপ অনেকটাই কমেছে। করোনা সবচেয়ে বেশি আঘাত হেনেছে আমেরিকা মহাদেশে। গত সপ্তাহে মৃত ৩৯ হাজার ২৪০ জনের মধ্যে ৬২ শতাংশই আমেরিকার।
এখন পর্যন্ত বিশ্বে করোনায় ৮ লাখ ২৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই প্রাণঘাতী রোগে শনাক্তের সংখ্যা ২ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে। আর, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৬৫ লাখের বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৯০ জনের মৃত্যু হয়েছে। এর ফলে করোনায় দেশটিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ৮২ হাজার। মোট শনাক্ত হয়েছেন করোনায় ৫৯ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ।
এদিকে, ব্রাজিলে অপরিবর্তিত রয়েছে করোনা পরিস্থিতি। নতুন করে আরো ১,২১৫ জনসহ মোট মৃত্যু ১ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে দেশটিতে। আর এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছেন ৩৬ লাখের বেশি ব্যক্তি।
অন্যদিকে, ভারতে একদিনে প্রাণ গেছে ১ হাজার ৬৬ জনের বেশি মানুষের। দেশটিতে করোনাভাইরাসে মোট মৃত্যু ৫৯ হাজার ছাড়িয়েছে, আর এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩২ লাখের বেশি।