করোনার সম্ভাব্য বেশ কয়েকটি ভ্যাকসিন বা টিকা পরীক্ষা এরইমধ্যে শুরু হয়েছে ৷ কিন্তু সেগুলো কবে নাগাদ চূড়ান্ত হবে? ইউরোপীয়ান মেডিকেল এজেন্সি বলছে সেগুলো অনুমোদনের পর্যায়ে আসতে সময় লাগবে অন্তত এক বছর।
বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ প্রস্তুতকারক থেকে শুরু করে গবেষণা প্রতিষ্ঠানগুলো এখন করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের লড়াই চালিয়ে যাচ্ছে ৷
এখন পর্যন্ত ১১৫ টি ভ্যাকসিন বা টিকা নিয়ে গবেষণা চলছে বলে জানিয়েছে দ্য কোয়ালিশন ফর প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস বা সিইপিআই ৷ এরমধ্যে মানবদেহে বেশ কয়েকটি ভ্যাকসিন প্রয়োগের পরীক্ষাও শুরু হয়েছে ৷ তবে সেগুলো কবে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না ৷
ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি ইএমএ বলছে খুব দ্রুত হলেও এই টিকা অনুমোদনের জন্য প্রস্তুত হতে কমপক্ষে এক বছর সময় লাগতে পারে ৷ সংস্থাটির প্রধন মার্কো ক্যাভালেরি বলেছেন, ‘সবকিছু পরিকল্পনামাফিক এগুলে এখন থেকে এক বছরের মধ্যে, অর্থাৎ ২০২১ সালের শুরুর দিকে কয়েকটি (টিকা) অনুমোদনের জন্য প্রস্তুত হতে পারে ৷’
ক্যাভালেরি বলেন, ‘আমরা যা দেখতে পাচ্ছি তার উপর নির্ভর করে কিছু পূর্বাভাষ দেয়া হচ্ছে মাত্র৷ তারপরও বলতে হবে (এক বছরের মধ্যে টিকা পাওয়া) এটা সবচেয়ে ভাল পরিস্থিতির বিবেচনায় ৷ যতগুলো টিকা নিয়ে কাজ করা হচ্ছে তার সবগুলো হয়তো অনুমোদন পাবে না এবং (সেগুলো) হারিয়ে যাবে৷ ’ ইউরোপীয় দেশগুলো টিকা আবিষ্কারে কয়েকশো কোটি ডলার খরচের প্রতিশ্রুতি দিয়েছে। খবর ডয়চে ভেলের।