শোকের কালো মেঘ যেনো ছাড়ছেনা বলিউডের আকাশকে। তাই তো শোকের সেই আকাশে নতুন নাম যোগ হলো বিক্রমজিৎ কনওয়রপাল। মাত্র ৫২ বছরে বয়সে করোনায় মৃত্যু হল শক্তিশালী এই অভিনেতার। শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
ভারতীয় সেনাবাহিনীর মেজর পদ থেকে ২০০২ সালে অবসর নেন বিক্রমজিৎ কনওয়রপাল। তারপর শুরু করেন অভিনয়। জানিয়ে ছিলেন অভিনয়ের প্রতি ভালোবাসার কথা তাইতো অবসরের পর ছোটবেলার স্বপ্ন পূরনের পথে হেঁটে ছিলেন বিক্রমজিৎ কনওয়রপাল। বড়পর্দায় এবং ছোটপর্দায় নিজের দক্ষতা দেখিয়েছেন নিখুঁত ভাবে। পেজ থ্রি, হিরোইন, রকেট সিং, ‘যব তক হ্যায় জান’-র মতো ছবিতে অভিনয় করেছেন কঠিন দাপটের সাথে। তবে সম্প্রতি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন ডিজনি হটস্টারের বিখ্যাত ওয়েব সিরিজ ‘স্পেশাল অপস’ সিরিজেও তাঁর অভিনয় করে।
করোনা আক্রান্ত হওয়ার পরে একটা ভিডিও করেছিলেন বিক্রমজিৎ তাতে নিজের ভক্তের কাছে অনুরোধ জানিয়েছেন লকডাওনের নিয়ম নীতি মেনে চলার জন্য । বলেছেন লকডাওন শেষ হলে নিজের আপন জনের সাথে দেখা করার মনোভাবের কথা। কিন্তু পরিবারের শেষ দেখা হলোনা গুনি এই অভিনেতার, মুম্বইয়ের সেভেন হিলসের এক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে শনিবার ভোরে মৃত্যুর কাছে হার মেনে চিরদিনের জন্য চলে যায় বিক্রমজিৎ কনওয়রপাল।
বিক্রমজিতের মৃত্যু সংবাদ আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন একের পর এক অভিনেতা-পরিচালক-প্রযোজকেরা ও ভক্তরা। পরিচালক অশোক পণ্ডিত টুইটারের মাধ্যমে অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। টুইট করে নিজেদের ক্ষতি ও ভালোবাসার কথা জানিয়েছেন মনোজ বাজপেয়ী, পরিচালক বিক্রম ভাট ইনস্টাগ্রামে অভিনেতার একটি ছবি পোস্ট করে লেখেন, ‘এসকঙ্গে এত কাজ করেছি আমরা, তোমাকে খুব কাছ থেকেই চিনি। এমন একটা সময়ের মধ্যে রয়েছি, যাতে মনে হচ্ছে একেকটা দিন যেন একেকটা দীর্ঘ অবিচুয়ারি। শান্তিতে থাকো মেজর।’