যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা ৭ লাখ ১০ হাজার ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৭৫ জনে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ খবর জানিয়েছে।
সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন মৃত্যু হয়েছে ২ হাজার ৫৩৫ জনের। এর মধ্যে শুধু নিউইয়র্কে এক হাজার ২৫ জন মারা গেছেন।
সবচেয়ে ভয়াবহ অবস্থা নিউইয়র্ক সিটিতে। এখন পর্যন্ত সেখানে সেখানে মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। নিউইয়র্ক সিটির বাইরেও অনেক মৃতের ঘটনা ঘটছে। এছাড়া মিশিগান, ইলিনয়, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া থেকেও উল্লেখযোগ্য হারে মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা এখন ৩৭, ১৭৫ জন।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩২ হজার ১৬৫ জন। আক্রান্ত ও মৃত উভয় সংখ্যার দিক থেকেই বর্তমানে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ২২ হাজার ৭৪৫ জনের। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৪৩৪ জন।
এছাড়া তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৮৩৯ জন।
এদিকে প্রাণঘাতী এই ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৭১৯ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩২ জনের মৃত্যু হয়েছে।