যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ৩ বাংলাদেশিসহ রেকর্ড ২ হাজার চারশো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মারা গেলেন ২৬ হাজারের বেশি মানুষ।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মোট ১৪০ জন বাংলাদেশির মৃত্যু হলো। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন সাড়ে ২৬ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১৩ হাজারের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে নিউইয়র্কে।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটিকে চীন ঘেঁষা অভিযোগ এনে জবাবদিহিতার আওতায় আনা হবে বলেও জানান ট্রাম্প।
উল্লেখ্য গত ২৪ ঘণ্টায় ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে ৬ হাজার ৯৮১ জন করোনায় মারা গেছে। সব মিলিয়ে বিশ্বজুড়ে করোনায় এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা প্রায় ২০ লাখ ছুঁয়েছে। তবে সুস্থ হয়ে উঠেছে চার লাখ ৭৮ হাজারের বেশি মানুষ।