মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। মানুষের জীবনের জন্য অপরিহার্য নয় এমন ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ থাকবে।
শুক্রবার (২০ মার্চ)সকালে নিউইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো এ ঘোষণা দেন। স্থানীয় সময় রোববার (২২ মার্চ)রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। আদেশ লঙ্ঘনকারীদের জরিমানা গুনতে হবে।
নিউইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, রাজ্যের সব কর্মীকে প্রয়োজনীয় সব ধরনের সেবা দেয়া হবে। প্রত্যেকে বাড়িতে নিরাপদে থাকুন এবং সরকারি আইন মানুন। যদি কেউ সরকারি আইন মেনে না চলেন তাহলে তাদের জরিমানা গুনতে হবে।
তিনি জানান, অন্য অন্য রাজ্যের চেয়ে নিউইয়র্কের করোনা ভাইরাসে সংক্রমণে আক্রান্ত রয়েছে ৭ হাজার ১০২ জন। নিউইয়র্ক শহরে আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যেতে পারে! ইতোমধ্যে হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। শুক্রবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫।
গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৫০ জন। মারা গেছেন ৩০ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭ জনে। মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৩৯ জন।