ইউরোপের অন্যান্য দেশের চেয়ে রাশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণের ঘটনা শুরুতে কম ঘটলেও ধীরে ধীরে তা বৃদ্ধি পাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে চার হাজার ৭৮৫ জন নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে, যা দেশটিতে একদিনে সর্বোচ্চ। এর ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়ে গেছে।
বৈশ্বিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বর্তমানে দেশটিতে মোট ৩৬ হাজার ৭৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩১৩ জনের।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। দেশটিতে এখন পর্যন্ত ৮৩ হাজারেরও বেশি মানুষ এতে আক্রান্ত হলেও বর্তমানে সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ ক্রমশই বাড়ছে।