ভারতের দিল্লির জাহাঙ্গীরপুরীতে একই পরিবারের ৩১ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার ফলে এই সংক্রমণ ধরা পড়ার পর পুরোএলাকা কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। দিল্লিতে এ নিয়ে কন্টেনমেন্ট জোন বেড়ে দাঁড়াল ৭৬।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পারিবারটি থাকে দিল্লির জাহাঙ্গীরপুরীতে। প্রত্যেকের রিপোর্ট পজিটিভ আসার পরেই গণসংক্রমণ ছড়ানোর আশঙ্কায় এলাকাটিকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়। ঘোষণার পরই লোকজনের ঢোকা-বেরোনো বন্ধ করে দেয়া হয়েছে।
প্রথমে ওই পরিবারের এক বয়স্কা নারী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি মারা যাওয়ার পর রিপোর্ট আসে যে তার করোনা হয়েছিল। তারপর পরিবারের বাকিদের পরীক্ষার পর প্রথমে ২৬ জনের করোনা ধরা পড়ে। রোববার (১৯ এপ্রিল) আরও পাঁচজনের করোনা হয়েছে বলে রিপোর্ট আসে। ফলে ওই পরিবারের মোট ৩১ সদস্য করোনায় আ্রকান্ত হল।
দিল্লিতে সব মিলিয়ে এক হাজার ৮৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৪৩ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, এখন পর্যন্ত ভারতে করোনায় মারা গেছেন ৫৫৯ জন। আর আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২,৮৫৪ জন। দেশটিতে সবচেয়ে বেশি করোনা সংক্রামণের ঘটনা ঘটেছে মহারাষ্ট্র রাজ্যে।