করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ঢাকা-দিল্লি এর মধ্যে চলাচলকারী সব ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান।
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিষয়ক ডেপুটি জেনারেল ম্যানেজার
তাহেরা খন্দকার বলেছেন, ১৪ মার্চ থেকে ঢাকা-দিল্লি রুটে আর কোনো বিমান উড়বে না। তবে কলকাতায়
থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ১৫ই মার্চ একটি বিমান উড়বে। মিডিয়াকে তিনি এসব কথা বলেছেন।
একই সঙ্গে ঢাকা-চেন্নাই এবং ঢাকা-কলকাতা রুটের ফ্লাইট বাতিল করেছে বেসরকারি বিমান
পরিবহন ইউএস বাংলা এয়ারলাইন্স।
এর জনসংযোগ বিষয়ক জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম এ কথা বলেছেন।
তিনি বলেছেন, এই নির্দেশ কার্যকর হবে ১৭ই মার্চ থেকে। ভারত সরকার আগামী ১৫ই এপ্রিল থেকে সব
পর্যটক ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়ার একদিন পরেই এমন সিদ্ধান্ত এলো। সুত্রঃ শীর্ষ ।