প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে সারা বিশ্বেই বন্ধ রয়েছে সবধরণের খেলা। ঘরোয়া ক্রিকেট তো বন্ধ আছেই, পাশাপাশি একের পর এক আন্তর্জাতিক দ্বিপাক্ষীয় সিরিজও স্থহিত করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার স্থগিত করা হলো দক্ষিণ আফ্রিকার শ্রীলঙ্কা সফর। আগামী জুন মাসে তাদের শ্রীলঙ্কা সফরের কথা ছিল। দুই মাস আগেই নেওয়া হল এই সিদ্ধান্ত।
রোববার (এপ্রিল ২০) সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। সফরে লঙ্কানদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ থেলার কথা ছিল।
সিএসএ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাক ফাউল বলেন, ‘প্রোটিয়ারা লকডাউন পরিস্থিতির মধ্যদিয়ে সফরের জন্য প্রস্তুতি নিতে পারছে না। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রিকেটারদের স্বাস্থ্য ঝুঁকির কথা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সে জন্যই আমরা বাধ্য হয়ে সফরটি স্থগিত করছি। আমরা যত দ্রুত সম্ভব পরবর্তী সময়ে আবার সফরসূচী নির্ধারণ করবো।’