নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরো ২৩৭ জন মারা গেছেন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুওমো বলেছেন, গত একদিনে ২৩৭ মৃত্যু নিয়ে শুধু নিউইয়র্কেই কোভিড-১৯ রোগে আক্রান্ত ৯৬৫ জন মারা গেলেন। ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে এত মৃত্যুর ঘটনা ঘটেনি নিউইয়র্কে।
গভর্নর কুওমো এক সংবাদ সম্মেলনে আরো জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৭ হাজার ১৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে অঙ্গরাজ্যটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৫৯ হাজার ৫১৩ জন।
এছাড়া গতকাল (২৯ মার্চ) ১ হাজার ১৭৫ জন কোভিড-১৯ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নিউইয়র্কে এ পর্যন্ত ৮ হাজার ৫০০ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ২ হাজারের বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) ভর্তি রয়েছেন।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ৬২৭ জনকে করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ২ হাজার ৩৮৪ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৮ জন। এছাড়া প্রায় ৩ হাজার কোভিড-১৯ রোগীর অবস্থা আশঙ্কাজনক। ওয়ার্ল্ডোমিটার।