গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৫৪ জন রোগীকে শনাক্ত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
বুধবার ( ৮ এপ্রিল) অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃত রোগীর সংখ্যা ২০ জন।
নতুন ৫৪ রোগীসহ করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২১৮ জন।
গত ২৪ শনাক্ত হওয়া করোনা রোগীদের ৩৩ জন পুরুষ, নারী ২১ জন। এর মধ্যে ঢাকার ৩৯ জন, ঢাকার পার্শ্ববর্তী এলাকার ১ জন। বাকিরা ঢাকার বাইরে।
এছাড়া গত ২৪ ঘণ্টা করোনায় আক্রান্ত কোনো রোগী সুস্থ হননি। ফলে করোনায় আক্রান্ত সুস্থ রোগীর সংখ্যা আগের মতোই ৩৩ জন।